বুধবার, ১২ জানুয়ারি, ২০১১

খোলা মাঠের সৌন্দর্য

     বাংলাদেশের দিগন্ত বিস্তৃত খোলা মাঠেরও একটা সৌন্দর্য রয়েছে। যেখানে এবরো থেবরো কোন ভূমিতে চোখ আটকে যায় না, দৃষ্টিকে প্রসারিত করা যায় সুদূর অসীম দূরত্বে। খোলা প্রান্তরের বুকে দাঁড়িয়ে অসীম স্বাধীনতার উপলব্দি নিজেকে বিশাল করে তোলে। এই খোলা মাঠে মরুভূমি বা প্রেইরী অঞ্চলের রুখখতা নেই, নেই স্তেপ ভূমির শুন্যতাবোধ, আছে বাংলার মমতা।







   এই মমতা গ্রাম বাংলার প্রতিটি কোনে ছরিয়ে আছে। ছাইয়ের গাদায়, গোবরের ঢিবি, উসি টাল, এঁদো ডোবা এবং কোথায় নাই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন