রবিবার, ৯ জানুয়ারি, ২০১১

জীবন শুরুর স্বপ্ন

নদীর পাড় ঘেঁষে ধানের জ্বালা বুনেছে কৃষক। কাঁচা হলুদ ধানের শীষে শিশির বিন্দু জমে আছে। 


চারিদিকে জীবনের ছোঁয়া। জলের মাঝে হাঁসদের সন্তরন, ছোট ডিঙ্গি নৌকা করে মাছ ধরা, নদীর ঘাটে গৃহবধূর ঘষা মাজা, সবখানেই জীবন শুরুর স্বপ্ন। শীত সকালে লেপের মুরি থেকে বেরিয়ে এসে এই যে এক একটি দিন শুরু করা, গ্রাম বাংলার জীবনে শুধু এই শুরু করারই গল্প। প্রতিটি ঋতুর আগমনে শুধু নতুনের শুরুটাই গ্রাম্য জীবনকে আলোরিত করে যায়, কিন্তু শেষটা কখন যে শেষ হয়ে যায় কেউ তার খবর রাখে না।



আগমনের বার্তা সবখানে। শীতের শুরুতে কৃষকের ঘরে নতুন ধানের আগমন, মাঠে মাঠে কচি রবি শস্যের হাসি, খেজুর গাছের মাথায় রসের হাড়ি, চাদরমুরি দিয়ে রোদে দাঁড়ানো জরোসরো শিশুর দল জানিয়ে দেয় শীত এসে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন