সোমবার, ১০ জানুয়ারি, ২০১১

শীতের শিশির

    কুয়াশার চাদর মুরি দিয়ে প্রকৃতি জরোসরো। নদীর ধারে নবীন শস্যখেতে কচি ডগাগুলো গায়ে শিশির বিন্দুর মুক্তদানা জড়িয়ে হাসছে যেন। ভিজে শরিরে সদ্যস্নাত গৃহবধুর স্নিগ্ধতা। স্ফটিক সচ্ছ টুপ টুপ জলের ফোঁটা পেলব অঙ্গে চুম্বন দিয়ে আছে।








সবকিছুতেই কেমন যেন ভালোলাগা ভালবাসার ছরাছরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন